কবিতা:ঈশ্বর তুমি কোথায়!
কবি: প্রিয়াংকা নিয়োগী, ♥️
কোচবিহার,ভারত
তারিখ:23.10.2024
_______________________
ঈশ্বর তুমি কোথায়?
মন্দিরে,গীর্জা,মসজিদে,
না মানুষের মনে!
তিলোত্তমার হোলো এ কি হাল,
ঐ গর্ভবতী দিদি তাকে না মারার জন্য
আবদার করছে সেনাবাহিনীর কাছে,
বলছে তার পেটে রয়েছে সন্তান।
এক মা ভিক্ষা করছে সন্তানের মুখে অন্ন তুলে দেবে জন্য।
এক বাবা প্রচুর টাকা জমায় সন্তানকে মেধাবী করবে বলে।
কোনো ঈশ্বরের তো দেখা পাওয়া গেলোনা,
দেখা গেলো মানুষ, মানুষের পরিশ্রম, জেদ,লড়াই।
জীবনের তাগিদ মেটানোর জন্য
মানুষের মানুষকে প্রয়োজন।
ঈশ্বর তুমি কোথায়?
যেখানে মনের পরিপূর্ণ বিশ্বাস থাকে,
তাই ঈশ্বর।
মানুষের কাজে,
মানুষের সাজে,
মানুষের মানবিক কাজই ঈশ্বর।
_________________

ليست هناك تعليقات:
إرسال تعليق